সাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে
- আপডেট সময় : ০৫:২৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
সাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। অন্যদিকে আগের লঘুচাপ এখন ভারতের দিকে সরে গেছে। সব মিলিয়ে পূবালি ও পশ্চিমা বায়ুর সংমিশ্রণের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। এমন আবহাওয়া বৃহস্পতিবার পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে ঝড়ো হাওয়ার কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে গতকালের মতোই ৩ নম্বর সতর্কতা সংকেত এবং নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বৃষ্টির কারণে রাতের দিকে তাপমাত্রা আরও একটু কমে আসতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ২৪ ঘন্টায় বরিশাল আবহাওয়া অফিস ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। বিরামহীন বৃষ্টিতে বরিশালের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গোপালগঞ্জে রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম ভোগান্তিতে।