সাগরে মিলছে না মাছ
- আপডেট সময় : ০১:২৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ১৬৩০ বার পড়া হয়েছে
S.T Martin Island-which is called the "Beauty of the Bay".The 13 sq km island is a tropical treasure,situated 17 km away from teknuf,with beaches fringed with coconut palms,seashells & beautiful marinelife.Visitors can sea live coral,sea fish,sea birds,tortoise & varities live.Tourist can also plan a visit to CHHERA dwip,which is close to St.Martin Island.
একদিকে সাগরে মিলছে না মাছ, অন্যদিকে ঘূর্ণিঝড় মোখা আতঙ্ক! এর মধ্যে আসছে সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা। সব মিলিয়ে নানা সঙ্কটে সংসার কীভাবে চলবে তা নিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপকূলের জেলেদের কপালে চিন্তার ভাঁজ।
প্রতিবছরের মত এবারও সামুদ্রিক মাছের সংখ্যা বাড়ানো, সুষ্ঠু প্রজনন ও আহরণ নিশ্চিতে সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ২০মে থেকে শুরু হয়ে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ২৩ জুলাই পর্যন্ত। ঘূর্ণিঝড় মোখার কারণে আবহাওয়া অধিদপ্তর ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করেছে। এজন্য সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমূদ্রে না গিয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলেছে। কলাপাড়া উপকূলের জেলেরা বলছেন, রোজার মাসে সাগরে মাছ ধরা পড়েনি, ঈদের পর থেকেও তেমন মাছ পাওয়া যায়নি। এরমধ্যে সরকারি নিষেধাজ্ঞা শুরু হওয়ায় বিপাকে পড়েছেন তারা।