সাত বছরে নওগাঁয় আমবাগান বেড়েছে আড়াইগুণ
- আপডেট সময় : ০৫:১২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
আমের বানিজ্যিক রাজধানী বলা হয় সীমান্ত জেলা নওগাঁকে। গেলো ৭ বছরে এ জেলায় আমবাগান বেড়েছে আড়াইগুন। কৃষকরা বলছেন, এবার মুকুলও এসেছে অনেক বেশি। সব মিলিয়ে সর্বোচ্চ আম রপ্তানীর লক্ষে; নিরাপদ আম উৎপাদনের প্রস্তুতি চলছে জোরেশোরে।
সীমান্ত জেলা নওগাঁয় সোনারঙ্গা মুকুল আর মৌ-মৌ গন্ধে প্রকৃতিকে মাতাল করে তুলেছে।
চাষিরা বলছেন, গত ২ বছরের চেয়ে এবার আমের মুকুল এসেছে অনেক বেশি। গুটিও হতে শুরু করেছে কিছু গাছে। এখন পর্যন্ত পোকার উৎপাতও নেই তেমন। সব মিলিয়ে এ মুহুর্তে মাঝারি বৃষ্টি হলে থাকবে না ঝরে পড়ার শঙ্কা।
প্রতি বছরই আম রপ্তানীতে বড় অংশ যায় এ জেলা থেকে। গেলো বছর ব্যক্তি উদ্যোগে প্রায় ৩৮ টন আম রপ্তানী করা হয় ইউরোপের কয়েকটি দেশে। কৃষকরা বলছেন, সুযোগ পেলে এবার সর্বচ্চ আম রপ্তানী করতে চান তারা।
কৃষি বিভাগের আগ্রহ আমদানির দিকে। এজন্য কৃষকদের প্রশিক্ষণ দিতে আগ্রহ তাদের।
এ ক্ষেত্রে আমরুপালী, বারি-৪ ও বেনানা ম্যাঙ্গো জাতের আমগুলোকে প্রাধান্য দেয়া হচ্ছে।
কৃষি বিভাগ বলছে, এ বছর নওগাঁর প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। যা গেলো ৭ বছরের প্রায় আড়াইগুণ বেশি।