সাতক্ষীরায় জমে উঠেছে তিনশত বছরের পুরানো ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা
- আপডেট সময় : ০১:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ১৭১৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় জমে উঠেছে তিনশত বছরের পুরানো ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন মেলা প্রাঙ্গণে। ছোট থেকে বৃদ্ধ সকল বয়সের পদচারণায় এই মেলা পরিনত হয়েছে এক মিলন মেলায়। ক্রেতাদের অভিযোগ মেলায় অতিরিক্ত দরে বিক্রি হচ্ছে নিন্মমানের পণ্য সামগ্রী। এসব পন্য কিনে প্রতারিত হচ্ছে সাধারণ দর্শনার্থীরা।
বাংলা সনের ভাদ্র মাসের শেষ দিনে মনসা পুজার মধ্য দিয়ে সাতক্ষীরায় শুরু হয় এই ঐতিহ্যবাহী গুরপুকুরের মেলা। মেলা উপলক্ষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ককে সাজানো হয়েছে নান্দনিক রূপে। এ পার্কের পুরো জায়গা জুড়ে থাকছে বিভিন্ন প্রকার তিন শতাধিক স্টল। সাংসারিক জিনিসপত্র থেকে শুরু করে মেয়েদের পোশাক, অর্নামেন্টস, প্রসাধনীসহ বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। কেনাকাটার পাশাপাশি মেলা উপভোগের জন্য রয়েছে নাগরদোলা, নৌকা ও ট্রেন।
প্রতিদিন দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। এদিকে ধর্ম বর্ণ নির্বিশেষে মেলায় আগত ক্রেতাদের অভিযোগ অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে নিন্মমানের পণ্য সামগ্রী। এসব পন্য কিনে প্রতারিত হচ্ছে দর্শনার্থীরা।
মেলায় সময় বাড়ানোর দাবি জানান ব্যবসায়ীরা….
মেলায় সার্বিক নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সবধরনের ব্যবস্থা নেয়ার কথা জানান, অতিরিক্ত পুলিশ সুপার….
ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা ২০ দিন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানান, জেলা প্রশাসক।
সাতক্ষীরার ঐতিহ্য ও বাঙালির সাংস্কৃতির সঙ্গে মিশে আছে গুড়পুকুরের মেলা। শুধু শহীদ রাজ্জাক পার্কের মধ্যে সীমাবদ্ধ না রেখে-মেলা যাতে আগের
ঐতিহ্য ফিরে পায় এমন উদ্যোগ নেওয়ার দাবি সাতক্ষীরাবাসির।