সাতক্ষীরায় শিক্ষকের থাপ্পড়ে স্কুলছাত্রের মৃত্যু, ৫ শিক্ষকের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৬:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ১৭০৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের থাপ্পড়ে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় পাঁচ শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এরই মধ্যে স্কুল প্রাঙ্গণ থেকে চার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মামলার আসামীরা হলেন- নলতা হাইস্কুলের প্রধান শিক্ষক মোনায়েম হোসেন, সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র মন্ডল, সিদ্ধার্থ দাশ, মনিরুল ইসলাম ও মহিদুল ইসলাম।
নলতা হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্র- রাজপ্রতাপ দাশের মৃত্যুর পর রোববার বিকেলে কালিগঞ্জ থানা পুলিশ প্রধান শিক্ষক মোনায়েম হোসেনসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এক শিক্ষককে মুচলেকা নিয়ে রাতেই ছেড়ে দেয়া হয়। আটক রাখা হয় প্রধান শিক্ষকসহ ৪ জনকে। পরে নিহত ছাত্রের বাবা- দীনবন্ধু দাশ বাদী হয়ে ৫ জন শিক্ষকের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা করেন। মামলায় প্রধান শিক্ষকসহ ৪ জনকে আটক দেখানো হয়েছে।