সাতক্ষীরার আশাশুনিতে ঐতিহ্যবাহী লাঠি খেলা ও জাদু খেলা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার আশাশুনিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও জাদু খেলা অনুষ্ঠিত হয়েছে।
সকালে আস-সাদিক যুব সংঘের আয়োজনে উপজেলার তুয়ারডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে লাঠি খেলা ও জাদু খেলা অনুষ্ঠিত হয়। আস-সাদিক যুব সংঘের সভাপতি পলাশ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা খাতুন মিলি-সহ অনেকে। লাঠি খেলায় উপজেলার দুটি দল অংশগ্রহণ করে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা উপভোগের জন্য বিভিন্ন এলাকা থেকে ছুটে অসনে হাজার হাজার নারী-পুরুষ। বক্তারা বলেন,গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখা ও বাঙালির সংস্কৃতিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পবিত্র ঈদুল ফিতর ও আল-সাদিক যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লাঠি খেলার আয়োজন করা হয়।