সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করেছে আম
- আপডেট সময় : ০২:৪১:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করেছে বিষমুক্ত গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাইসহ সুস্বাধু বিভিন্ন প্রজাতির দেশি আম। অন্য জেলার তুলনায় সাতক্ষীরায় আগে ভাগেই আম পাকে। তবে বৈরী আবহাওয়ায়, এবার আম উৎপাদন কম। জেলার বাইরে থেকে আমের ব্যাপারি না আসায়, আর্থিক ক্ষতির আশংকায় কৃষক। কৃষি বিভাগ বলছে, কৃষকের ক্ষতি কমাতে বিষ মুক্ত আম উৎপাদন ও বিদেশে রপ্তানির জন্য পাঁচশ কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আনুষ্ঠানিকতায়, ৫ মে থেকে সাতক্ষীরায় আম বাগানের গাছ থেকে পরিপক্ক পাকা আম পাড়া শুরু হয়েছে।
গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস, ক্ষিরসরাই, বৈশাখিসহ নানা জাতের আমে ভরপুর সাতক্ষীরা শহরের বড় বাজার। গ্রাম-গঞ্জ থেকে ভ্যানসহ বিভিন্ন পরিবহনে শহরের বড় বাজারের আড়তে আসছে হরেক রকমের আম।
বৈরী আবহাওয়ার কারনে এবার আমের ফলন কয়েক বছরের তুলনা কম। তার উপর ঘূর্ণঝড় অশনি’র কারনে আগাম আম ভেঙে বিপাকে আম চাষিরা।
মৌসুমের শুরুতেই বাজারে আম উঠায় সাতক্ষীরার আমের চাহিদা বেশি থাকে। তবে এবার রাজধানী ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা না আসায় দাম কম বলে দাবি ব্যবসায়ীদের।
প্রশাসনের নির্ধরিত তারিখের আগে চাষিরা যাতে আম বাজারজাত করতে না পারে সে বিষয়ে কঠোর অস্থানের কথা জানান ব্যবসায়ীরা।
হিমসাগর আমের বিশ্বব্যাপী সুনাম থাকায় এবারও বিদেশে রপ্তানি করা হচ্ছে।
এবছর ১০০ মেট্রিক টন গোবিন্দভোগ, হিমসাগর, ন্যাংড়া ও আম্রপালি আম ইউরোপে রপ্তানি করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ।
চলতি মৌসুমে সাতক্ষীরায় ৪ হাজার ১১৫ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে আর লক্ষ্য মাত্র নির্ধারণ করা হয়েছে ৫০ থেকে ৬০ হাজার মেট্রিক টন।