সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা উদ্বেগজনকহারে বাড়ছে
- আপডেট সময় : ০১:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা উদ্বেগজনকহারে বাড়ছে। এ মাসের প্রথম সপ্তাহে ১২ শতাংশ রোগীর দেহে করোনা সনাক্ত হয়। শেষ সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশ। এরমধ্যে হাসপাতালের মেঝেতে থাকতে হচ্ছে রোগীদের। চিকিৎসক ও কর্মচারী সংকট প্রকট হয়ে উঠেছে হাসপাতাল গুলোতে।
১৯৮৬ সালে সিলেটে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি। শুরু থেকে সাধারণ শিক্ষার্থীদের হলে থাকার ব্যবস্থা থাকলেও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ছিলোনা আলাদা কোন ব্যবস্থা। দেশে প্রথমবারের মত শাবিপ্রবির শাহপরাণ হলের নিচতলায় এ ব্লকের ১০১ রুমে ৪ আসন বিশিষ্ট একটি কক্ষ বরাদ্দ করা হলো শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য।
বিশেষায়িত এ ব্যবস্থায় শিক্ষার্থীদের জন্য রয়েছে- বিশেষ নকশাকৃত আসবাবপত্র, হুইল চেয়ার ব্যবহারের উপযোগী ও দেয়ালে বিশেষ সাপোর্ট হিসেবে রেলিং, কমোড, স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার উপযোগী বেসিন,ওয়াশরুম, হলের প্রবেশ পথে হুইল চেয়ারের উপযোগী করে বিশেষ রেম্প ব্যবস্থা।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তারা যেন বেশি সুবিধাজনক পড়াশোনার পরিবেশ পায় সে লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থার পরিকল্পনা মাথায় আসে।
সরকারের ঐকান্তিক সহযোগিতা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রচেষ্টায় আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ-সুবিধার অংশ হিসেবেই এমন কার্যক্রম হাতে নেয়া হয়, জানালেন উপাচার্য। শিক্ষার্থীদের চিকিৎসা সেবার মান উন্নত করার লক্ষ্যে একই দিনে উদ্বোধন করা হয়েছে বিশ্ববিদ্যালয় আধুনিক মেডিকেল সেন্টারেরও।