সাতক্ষীরায় চালককে শ্বাসরোধ করে হত্যার পর ইজিবাইক ছিনতাই
- আপডেট সময় : ০৫:২৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় চালককে শ্বাসরোধ করে হত্যার পর ইজিবাইক ছিনতাই করা হয়েছে। যশোরের জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছে বড় ভাই।
সাতক্ষীরার ইজিবাইক চালক নিহত মনিরুল ইসলামের ভাই আনারুল ইসলাম ও তার স্বজনরা জানান, মনিরুল গতরাত ১০টার দিকে দেবহাটা উপজেলার গাজীরহাট বাজার থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে দেবহাটার উদ্দেশ্যে রওয়ানা হন। পরে আর সে বাড়ি ফেরেনি। সারারাত তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে সকালে দেবহাটা-সখীপুর প্রধান সড়কের ধারে একটি ইটভাটার পাশে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। ওসি বিপ্লব কুমার সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার ইজিবাইকটি ছিনতাই করতে যাত্রীবেশী দুর্বৃত্তরা মনিরুলকে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ফেলে গেছে।
এদিকে, যশোরের গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই আবদুর রাজ্জাকের হাতে বড় ভাই কাজী নজরুল ইসলাম খুন হয়েছেন। জমি নিয়ে বিরোধ চলছিল দুই পরিবারের মাঝে। সকালে বাড়ি সামনে রাজ্জাক ও নজরুলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুর রাজ্জাক ধারালো দা দিয়ে বড় ভাই নজরুল ইসলামের ঘাড়ে কোপ দিলে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।