সাতক্ষীরায় জেএমবির ৮ আসামীর ১৩ বছর কারাদণ্ড
- আপডেট সময় : ০৬:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরার ৫ স্থানে জেএমবির বোমা হামলার ৬ মামলায় ৮ আসামীকে ১৩ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ১০ আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা ও একজনকে খালাস দেয়া হয়েছে।
দুপুরে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামীরা হলো- মনিরুজ্জামান মুন্না, বিল্লাল হোসেন, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মাহবুবুর রহমান লিটন, শামীম হোসেন গালিব, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন উজ্জ্বল, আনিসুর রহমান খোকন ও মিন্টু। সাজাপ্রাপ্ত দুই আসামী পলাতক রয়েছে। আদালতে হাজির করা ১৭ আসামিকে। ২জন জামিনে আছে। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী একযোগে বোমা হামলার সময় সাতক্ষীরার ৫ স্থানেও বোমা হামলা চালায় জেএমবি। এ ঘটনায় ২০০৬ সালে সব’কটি মামলায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। ২০০৭ সালে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোহাম্মদের দায়েরকৃত মামলায় আগের মামলার আসামিসহ আরো ৪ জনের নামে চার্জশীট দাখিল করা হয়। গ্রেপ্তারদের মধ্যে নাসিরুদ্দিন দফাদার নামে একজন কারাগারে মারা যান।