সাতক্ষীরায় বোরো ধান ঘরে তুলতে কৃষকদের চিন্তার শেষ নেই
- আপডেট সময় : ০৮:৩১:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও উৎপাদিত ধান ঘরে তুলতে কৃষকদের চিন্তার শেষ নেই। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ কৃষকরা ধানকাটা শ্রমিক সংকটে উৎপাদিত ধান ঘরে তোলা নিয়ে রয়েছেন বিপাকে। তবে হারভেস্টার মেশিনসহ ধানকাটা শ্রমিকের ব্যবস্থাপনায় সময়মতো ফসল ঘরে তুলতে সমস্যা হবে না বলে দাবী কৃষি বিভাগের।
দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে কৃষি নির্ভর জেলা সাতক্ষীরা। এবছর বোরো মৌসুমে জেলার সাত উপজেলায় ৭৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্র নির্ধারন করা হলেও আবাদ হয়েছে ৭৬ হাজার ২২০ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এবছর বোরো ধানের ভাল ফলন হওয়ায় কৃষকদের মুখে ফুটেছে হাসি। মহামারি করোনা ভাইরাসের কারনে ধান কাটা শ্রমিক না পেয়ে কৃষকদের ভোগান্তির শেষ নেই। কেড়ে নিয়েছে মুখের সেই হাসি টুকুও। টাকা দিয়েও মিলছে না ধান কাটা শ্রমিক যা ভাবিয়ে তুলেছে স্থানীয় ধান চাষিদের। তবে এ বছর আবহাওয়া কৃষকের অনুকুলে থাকায় কিছুটা সস্তিতে রয়েছেন চাষিরা।
হারভেস্টার মেশিনসহ স্থানীয় ধান কাটা শ্রমিকের দিয়ে, সময় মতো ফসল ঘরে তুলতে সমস্যা হবে না বলে দাবি করেন খামারবাড়ির এই কৃষিবিদ
গত বছরের তুলনায় এ বছর আবহাওয়া কৃষকের অনুকুলে থাকায়-দ্রুত ধান কেটে ঘরে তুলতে পারবে বলে মনে করেন স্থানীয়রা।