সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বিচার ১৮ বছর পর শুরু
- আপডেট সময় : ০৫:০২:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ১৮ বছর পর বিচার শুরু হয়েছে। গত ২২ অক্টোবর ৯০ দিনের মধ্যে এ মামলার বিচার শেষ করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
দুপুরে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবীরের আদালতে, বাদী মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল লতিফ জানান, তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০২ সালের ৩০শে আগস্ট ধর্ষণের শিকার এক গৃহবধূকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান। ঢাকায় ফেরার পথে কলারোয়া বিএনপি অফিসের সামনে তাঁর গাড়িবহরে হামলা করে বিএনপি-জামায়াত জোটের নেতাকর্মীরা। ২০১৪ সালে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেমউদ্দীন বাদী হয়ে মামলা করেন। উপজেলা যুবদলের সভাপতি আশরাফ হোসেনসহ ২৭ জনের নাম উল্লেখ করে ৭০/৭৫ জনের নামে আদালতে মামলা করেন। ৯ জনের সাক্ষ্য নেয়ার পর ২০১৭ সালের ২১শে সেপ্টেম্বর, উচ্চ আদালতে আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা স্থগিত হয়। চলতি বছরের ২২শে অক্টোবর উচ্চ আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে ৯০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ দেয়।