সাধারণ মানুষ যেন দেশকে পুলিশী রাষ্ট্র মনে না করে: হাইকোর্ট
- আপডেট সময় : ০৭:৫৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সাধারণ মানুষ যেন দেশকে পুলিশী রাষ্ট্র মনে না করে– সে বিষয়ে পুলিশকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কুষ্টিয়ার পৌর নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে দুর্ব্যবহারের কারণে জারি করা স্বপ্রনোদিত রুলে শুনানিতে এই আদেশ দেয় উচ্চ আদালত। এর আগে হাইকোর্টে এসে, গেল ১৬ জানুয়ারি ভেড়ামারায় ঘটে যাওয়া ঘটনার জন্য আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চান কুষ্টিয়ার এসপি তানভীর আরাফাত। এসময় তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে ১৭ ফেব্রুয়ারি পরবর্তী আদেশের দিন ঘোষণা করে আদালত।
পৌর নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে সকালে হাইকোর্টে আসেন কুষ্টিয়ার পুলিশ সুপার তানভীর আরাফাত। তাকে প্রায় ঘন্টাখানেক এসপিকে দাঁড়িয়ে রেখেই চলে আলোচিত এই মামলার শুনানি। এসময় আত্মপক্ষ সমর্থনে আদালতকে জানান, দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে চিনতে পারেনি তিনি । যদিও এ অজুহাত মানতে নারাজ ম্যাজিস্ট্রেটের পক্ষে শুনানি করা এই আইনজীবী।
তবে দোষ স্বীকার করায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় আদালত।দায়িত্বপালনের সময় পুলিশকে আরো সতর্ক ও দায়িত্বশীল হবার নির্দেশও দেয় উচ্চ আদালত।নির্বাচনে ম্যাজিস্ট্রেট, প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্টদের উপর আঘাত মানে বিচার বিভাগের উপর আঘাত, শুনানিতে এমন হুঁশিয়ারিও দেয় আদালত।