সাধারণ মানুষসহ তরুণদের ত্রাণ কাজে ঝাঁপিয়ে পড়া এক অদ্ভুত পরিবর্তন : ফারুক ই আজম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
- / ১৬৮১ বার পড়া হয়েছে
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত আছে উল্লেখ করে দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, পানি নেমে যাওয়ার সাথে সাথে পুর্ণোদ্যমে পুনর্বাসন কাজ শুরু হবে।
দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে এ সংক্রান্ত এক সভাশেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে বৈঠক করে মাঠ পর্যায়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে খবর নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বলেন, বন্যাকালীন সাধারণ মানুষসহ তরুণদের ত্রাণ কাজে ঝাঁপিয়ে পড়ার আগ্রহ যেন এক অদ্ভুত পরিবর্তন। পুনর্বাসন কাজে অতি ক্ষতিগ্রস্থ ও জনস্বাস্থ্যের বিষয়কে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ উপদেষ্টা।