সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন থেকে প্রতি মাসে ভাতা মুক্তিযোদ্ধাদের একাউন্টে পৌঁছে যাবে। প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী শাসকেরা কেবল জনগনের ভোটাধিকারই কেড়ে নেয়নি, মুক্তিযোদ্ধাদেরও অসম্মান করেছিল। ৯৬ এ বিএনপির নির্বাচন ইতিহাসে কলংকজনক অধ্যায় বলেও মন্তব্য করেন তিনি।
এখন থেকে বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানী ভাতা পেতে কষ্ট করতে হবে না। ইলেকট্রনিক পদ্ধতিতে নিজ নিজ একাউন্টে পৌঁছে যাবে প্রতি মাসের ভাতা। দুপুরে গাজীপুর, কুড়িগ্রাম, খুলনা, চাঁদপুর, মৌলভীবাজার জেলার মুক্তিযোদ্ধাদের ইলেক্ট্রনিক পদ্ধতিতে ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের জীবন মানের উন্নয়নের জন্য আওয়ামী লীগ ছাড়া আর কোন সরকার কাজ করেননি। মুক্তিযোদ্ধাদের ভাতা আবারো বাড়ানোর ঘোষণা দেন তিনি।
মুক্তিযুদ্ধের স্মৃতিরক্ষা করতে আঞ্চলিক পর্যায় থেকে আরো উদ্যোগ নিতে হবে উল্লেখ করে সরকার প্রধান বলেন, যারা পরোক্ষ ও প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তা করেছেন তাদেরকে যোগ্য সম্মান দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ৭৫এ বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পিছিয়ে দেয়ার ধারাবাহিকতায় ১৯৯৬ সালে বিএনপি প্রহসনের নির্বাচন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল।
সামর্থ্য অনুযায়ী সবাইকে নিজ নিজ এলাকার মুক্তিযোদ্ধাদের কল্যানে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।