সাফ নারী চ্যাম্পিয়নশিপে কাল মাঠে নামবে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩২:০১ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে কাল সাফ নারী চ্যাম্পিয়নশিপে মাঠে নামবে বাংলাদেশ। এবার সাবিনাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। নেপালে ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়।
বাংলাদেশ, ভারত-দুই দলই টানা দুই জয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত। গ্রুপ সেরা হতে তাই আসছে দ্বৈরথে জয়ের বিকল্প নেই সাবিনাদের। ‘বি’ গ্রুপের সেরা হওয়ার সম্ভাবনায় আছে স্বাগতিক নেপাল। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের এড়াতে চাইছে বাংলাদেশ। এই কারণে ভারতকে রুখে দিয়ে ‘এ’ গ্রুপের সেরা হওয়ার লক্ষ্য দলের। ইনজুরি থেকে সেরে উঠেছেন আনাই মগিনি। আনাই ফেরায় ডিফেন্স নিয়ে দুশ্চিন্তা কমেছে বাংলাদেশের। ভারতের বিপক্ষে কখনও জেতেনি বাংলাদেশ। ১০ ম্যাচে ২০১৬ সালের আসরে গ্রুপ পর্বে করা ড্র’ই এখন পর্যন্ত সর্বোচ্চ প্রাপ্তি সাবিনাদের।