সাবেক এনএসআই প্রধান ওয়াহিদুলের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণ ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত মুলতবি

- আপডেট সময় : ০১:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সাবেক এনএসআই প্রধান ওয়াহিদুলের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণ ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত মুলতবি। আজ ট্রাইব্যুনালের এই মামলায় সাক্ষ্য দিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর নাসির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনালে প্রথম সাক্ষী দেন তিনি।
রাষ্ট্রপক্ষ জানায়, ওয়াহিদুল হকের বিরুদ্ধে তার এই সাক্ষ্য মামলার অভিযোগ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অভিযোগ রয়েছে-ওয়াহিদুল হক ১৯৭১ সালের ২৮ মার্চ বিকালে রংপুর ক্যান্টনমেন্টে অবস্থিত পাকিস্তান সেনাবাহিনীর ২৯ ক্যাভেলরি রেজিমেন্টের অ্যাডজ্যুটেন্টের দায়িত্বে থেকে ৪টি সামরিক জিপে মেশিনগান লাগিয়ে গুলি বর্ষণ করে। রংপুর সেনানিবাস সংলগ্ন এলাকায় ৫’শ থেকে ৬’শ স্বাধীনতাকামী বাঙালিকে হত্যা, গণহত্যা ও অসংখ্য মানুষকে গুরুতর আহত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এর আগে ২০১৮ সালের ২৪ এপ্রিল আসামী ওয়াহিদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইদিনই বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর বারিধারার বাসা থেকে ওয়াহিদুল হককে গ্রেফতার করা হয়।