সাবেক এসপি বাবুল আক্তারের একদিনের রিমান্ড মঞ্জুর
- আপডেট সময় : ০৯:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
পিবিআই প্রধানের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাবুলের উপস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এ আদেশ দেন। আসামী পক্ষের আইনজীবীর দাবি, কারাগারে থেকে মামলা ভিন্নখাতে নিতে ইন্ধন যোগানোর অভিযোগ হাস্যকর।
স্ত্রী মিতু হত্যার মামলায় ২০২১ সালের মাঝামাঝি থেকে কারাগারে আছেন সাবেক এসপি বাবুল আক্তার।
কারাগারে থেকেই বিভিন্ন সময় মামলার তদন্তকে ভিন্নখাতে নেয়ার প্রচেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় বাবুল আক্তার ও অন্য আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় সাংবাদিক ইলিয়াস হোসাইন গত ৩ সেপ্টেম্বর রাতে বিদেশে পলাতক থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪২ মিনিটের ভিডিওক্লিপ আপলোড করে। যেখানে পিবিআই প্রধানের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলা হয়।
এ ঘটনায় ধানমন্ডি থানায় ইলিয়াস হোসেন, বাবুল আক্তারসহ ৪ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।
তবে আসামিপক্ষের আইনজীবীর দাবি, জেলখানায় থেকে মামলাকে ভিন্ন খাতে নেয়ার অভিযোগ ভিত্তিহীন।
এর আগে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দেয় আদালত।