সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদন আবারও নামঞ্জুর
- আপডেট সময় : ০১:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রামের আলোচিত মিতু হত্যা মামলার আসামি তিনি। দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে বাবুল আক্তারের পক্ষে শুনানি করেন এডভোকেট ইফতেখার সাইমুম চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন মুক্তিযোদ্ধা এডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী। এর আগে, গত ১০ই আগস্ট প্রথম দফায় জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। ২০১৬ সালের ৫ই জুন সকালে নগরীর জিইসি মোড়ে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতুকে। হত্যাকাণ্ডের পরে বাবুল আক্তার নিজেই বাদি হয়ে পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করে একটি মামলা করে। দীর্ঘদিনের তদন্তে চাঞ্চল্যকর এই মামলায় বাবুলেরই সংশ্লিষ্টতা পায় পুলিশ। পরে গত ১২ই মে মিতুর বাবা মোশাররফ হোসেন বাবুল আক্তারকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। বর্তমানে ওই মামলায় গ্রেফতার হয়ে ফেনী কারাগারে আছেন বাবুল আক্তার।