সাবেক মেয়র সাঈদ খোকন যে বক্তব্য দিয়েছেন তার কোনো গুরুত্ব বহন করে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:০১ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
সাবেক মেয়র সাঈদ খোকন যে বক্তব্য দিয়েছেন তার কোনো গুরুত্ব বহন করে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ‘ব্যক্তিগত আক্রোশের’ কোনো ব্যাখ্যা দেয়াটাও সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি।
সকালে ধানমন্ডির ৩২ নম্বরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তাপস বলেন, যদি কেউ উৎকোচ গ্রহণ করে, ঘুষ গ্রহণ করে, কোনো কাজ পাইয়ে দেয়ার জন্য কমিশন বাণিজ্য করে, সরকারি অর্থ আত্মসাৎ করে, ঋণ দেওয়ার জন্য কমিশন বাণিজ্য করে এবং সরকারি প্রভাব কাজে লাগিয়ে কারো থেকে কোনো কিছু জিম্মি করে অথবা কোনো কিছু দেয়ার প্রতিশ্রুতিতে কিছু অর্থ নিয়ে থাকে সেটাই দুর্নীতি নামে পরিচিত। এছাড়া যে অভিযোগ আনা হয়েছে, তা কোনোভাবেই কোনো বস্তনিষ্ঠ বক্তব্য নয়। মেয়র তাপস বলেন, সিটি কর্পোরেশনের কর্মীদের বেতন দিতে না পারাটা নিছকই একটি ভ্রান্ত কথা। এটার বাস্তবিক কোনো ভিত্তি নেই।