সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে মামলা দায়ের
- আপডেট সময় : ০৮:৩০:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩২ বার পড়া হয়েছে
পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ৩টি এবং তার সহধর্মীনি মিসেস লায়লা পারভীনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।
সকালে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে বরিশাল দুদক কার্যালয়ে এই আলাদা ৩টি মামলা দায়ের করেন। একটি মামলায় এ কে এম এ আউয়াল ও তার সহধর্মীনি মিসেস লায়লা পারভীনকে আসামী করা হয়। এই মামলায় জালিয়াতির মাধ্যমে সরকারী খাস জমি ভূয়া ব্যক্তিদের নামে বন্দোবস্ত দেখিয়ে সেই জমিতে পাকা ভবন নির্মাণের অভিযোগ করা হয়েছে। অপর দুটি মামলার একমাত্র আসামী সাবেক সাংসদ এ কে এম এ আউয়াল। এই দুটি মামলার একটিতে ক্ষমতার অপব্যাহার ও প্রতারণার মাধ্যমে অর্পিত সম্পত্তিতে থাকা পুকুর ভরাট ও দেয়াল নির্মাণ করে দখলের অভিযোগ করা হয়। অপর মামলায় অর্পিত সম্পত্তি অবৈধভাবে দখল করে আউয়াল ফাউন্ডেশন নির্মাণের অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বরিশাল দুদকের উপ-পরিচালক জুলফিকার আলী।