সাবেক স্ত্রীকে বিয়ে করায় বন্ধু রাকিবকে হত্যা করেছে কাটা রাসেল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
সাবেক স্ত্রীকে বিয়ে করায় বন্ধু রাকিবকে হত্যা করেছে জামিন পাওয়া ১৩ মামলার আসামী রাসেল ওরফে কাটা রাসেল।
সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। গেল ২৩ মার্চ ডাকাতির অভিযোগে নাটোর থানা পুলিশ রাসেলকে জেলে পাঠায়। এরই মধ্যে স্ত্রী লাবণ্য, স্বামী রাসেলকে ডিভোর্স দিয়ে বন্ধু রাকিবকে বিয়ে করে। এতে ক্ষিপ্ত হয়ে জামিনে মুক্তি পেয়ে কৌশলে ডেকে নিয়ে বন্ধু রাকিবকে রেললাইনে কুপিয়ে হত্যা করে। রাসেলের বিরুদ্ধে খুন, অস্ত্র, চুরি, নারী নির্যাতন, ডাকাতি, চাঁদাবাজিসহ ১৩ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানায় সিআইডি।