সাভার জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল
- আপডেট সময় : ০৭:৩২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
- / ২০২২ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবসে, সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন অভিযোগ করেন, মানুষের ভোটাধিকার হরণ করে সরকার স্বাধীনতার মূল লক্ষ্য ভুলুণ্ঠিত করেছে। আর ১৪ দলের নেতা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিএনপি-জামায়াতকে রাজনৈতিক অঙ্গন থেকে চিরতরে বিতাড়িত করতে হবে।
চারপাশে ঘন কুয়াশার আবছায়া, উঁকিঝুকি মারছে সূর্যের লাল আভা আর হরেক রকম ফুল ও পাতাবহরে বিশেষ রূপ পেয়েছে বিজয় দিবসের জাতীয় স্মৃতিসৌধ।
একাত্তরেরর বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে।
শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ তুলে ধরেন তাদের অনুভূতি।
৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বিজয় নিয়ে আশা ও হতাশার কথা জানান মুক্তিযোদ্ধারা।
বিজয় দিবসে, দলীয় নেতাদের সাথে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, স্বাধীনতার মূল লক্ষ্যই আজ ভুলণ্ঠিত।
দলীয় নেতাদের সাথে নিয়ে জাতীয় পর্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানোর পর বলেন, আওয়ামী লীগ-বিএনপি জনগণের স্বর্থ রক্ষায় ব্যর্থ হয়েছে।
জাতির সর্যসন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে, জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, রাজাকার দোসর, যুদ্ধপরাধীদের সাজা বাতিল করতে চায় বিএনপি জামায়াত।
সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, দেশে এখন দেশীয় অপশক্তির পাশাপাশি বিদেশী অপশক্তিও তৎপর।
সকল অপশক্তি মোকাবিলা করে সবার সম্মিলিত প্রয়াসে, দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান বিশিষ্টজনেরা।
লাখো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে সাভার জাতীয় স্মৃতিসৌধ।