সাভার-ধামরাইয়ের বিনোদন কেন্দ্রে শিশু-কিশোরদের ভিড়
- আপডেট সময় : ০৫:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ঢাকার সাভার আর ধামরাইয়ের বিনোদন কেন্দ্রে প্রতি ঈদের ভিড় জমান অনেকে। যান্ত্রিক জীবনের ঝামেলামুক্ত দিনগুলোতে পরিবার পরিজন নিয়ে যান অনেকে। বড়দের পাশাপাশি ছোটরাও ঈদের আনন্দ উপভোগ করতে উপস্থিত হয় বিনোদন কেন্দ্রগুলোতে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিনোদন কেন্দ্র গুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
ঢাকা অদূরে সাভারের জীবনযাত্রা নগরবাসীর মতোই। ঈদে তাদের ভরসা শহরের বিনোদনকেন্দ্রগুলো। ঈদুল ফিতরের ছুটিতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে আশুলিয়ার থিম পার্ক ফ্যান্টাসী কিংডম ও বাড়ইপাড়ার নন্দন পার্ক। এছাড়াও ধামরাইয়ের আলাদিন পার্ক, নীলা পার্কেও দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
সকাল থেকেই বিনোদন কেন্দ্র গুলোতে বিনোদন প্রেমীদের ভীড় দেখা যায়। উদযাপনে ক্লান্তিহীন শিশুদের সকাল বিকাল। বিনোদন কেন্দ্রছাড়াও সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে সাভারবাসী।
দর্শনার্থীদের আকৃষ্টে প্রতিবারের মতো নতুন নতুন ইভেন্টের আয়োজন রয়েছে ফ্যান্টাসি পার্কে। বিনামূল্যে ঘোরার সুযোগ পাচ্ছে এতিম শিশু ও প্রতিবন্দ্বী মানুষ।
ঈদের ছুটি শেষেই নগরবাসীকে আবারো ফিরতে হবে চিরচেনা যান্ত্রিক জীবনে।