সাভার প্রেসক্লাবে নর্বনিবাচিত সভাপতি নাজমুল সাধারণ সম্পাদক জিয়া
- আপডেট সময় : ০৮:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ঢাকা জেলার ঐতিহ্যবাহী সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে সাংবাদিক নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় সাভার প্রেসক্লাব হলরুমে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে দিনভর ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে ৫৪ জন ভোটার প্রেসক্লাবে তাদের মূল্যবান ভোট প্রদান করেন।
এসময় সাভার প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার বরুন ভৌমিক নয়ন, নির্বাচন কমিশনার ফিরোজ মাহমুদ ও অরূপ রায়সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিম আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়া সাভার মডেল থানা পুলিশসহ ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনে সভাপতি পদে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাভার প্রতিনিধি নাজমুল হুদা এবং সাধারণ সম্পাদক পদে আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়া নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে মানবজমিনের হাফিজ উদ্দিন ও বাংলাদেশের খবরের আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলাট্রিবিউনের নাদিম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে নিউজগার্ডেন পত্রিকার সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক এসএম সবুজ, দপ্তর সম্পাদক পদে আজকালের খবরের এমদাদুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাকা পোস্টের লোটন আচার্য, পাঠাগার বিষয়ক সম্পাদক পদে নয়াদিগন্তের আমানউল্লাহ পাটোয়ারী, কার্য নির্বাহী পদে ডেইলি স্টারের আকলাকুর রহমান আকাশ, জিটিভির আজিম উদ্দিন ও সমকালের গোবিন্দ আচার্য নির্বাচিত হয়েছেন।