সাভারে আনোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
সাভারে আনোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি সাব্বিরকে গ্রেফতার করেছে রেব-৪। গেলো রাতে মানিকগঞ্জ থেকে তাকে গ্রেফতারের পর সাভার থানায় হস্তান্তর করা হয়।
২০ ফেব্রুয়ারি আনোয়ার হোসেনের সাথে স্ত্রী তারাবানুর বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে স্ত্রীর নির্দেশে প্রতিবেশী সাব্বির, আকাশ ও হৃদয় নামের ৩ বখাটে আনোয়ারকে বেধড়ক পিটিয়ে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬৮০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেব-১২। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুরে উপজেলার মোহনপুরের ক্লিক মোড়ে মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়। এসময় ৪টি মোবাইল ও সাড়ে ৫ হাজার টাকা জব্দ করা হয়।