সাভারে তুরাগ নদী বালুভর্তি কার্গোর ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সাভারে তুরাগ নদী বালুভর্তি কার্গোর ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় ৫ শিশুসহ ৭ জন নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
সকালে সাভারে আমিনবাজার তুরাগ নদীতে ট্রলার যোগে গাবতলীর তীরে যাওয়ার সময় নদীর মাঝপথে উভয় দিক থেকে দুই বালুভর্তি কার্গো যাত্রীবাহী ট্রলারটির ওপর উঠে যায়। এসময় ট্রালার থেকে কেউ কেউ সাতরে তীরে পৌছালেও ৫ শিশু ও দুই নারী নিখোঁজ হন। তবে তাদের বিস্তারিত পরিচয় যায়নি।ফায়ার সার্ভিস জানান, যাত্রীবাহি ট্রলারটিতে শিশুসহ মোট ১৮ জন যাত্রী ছিলেন। তারা সবাই দিনমজুর শ্রমিক। ট্রলার ডুবে গেলে ১১ জন সাতঁরে তীরে উঠলেও এখনও নিখোঁজ রয়েছে ৭ জন।
খবর পেয়ে সাভার ও হেডকোয়ার্টার ফায়ার সার্ভিসসহ একাধিক ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।