সাভারে শিক্ষক হত্যা ও নড়াইলের শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িতদের শাস্তির দাবি
- আপডেট সময় : ০৭:৪৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
সাভারে শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারী ও নড়াইলের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের লাঞ্ছনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাম্প্রদায়িক অপশক্তি কর্তৃক সারাদেশে ধারাবাহিকভাবে শিক্ষকদের হত্যা হেনস্তুর প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন করেছে শিক্ষক সমাজ। এসময় বক্তারা সারাদেশে শিক্ষক নির্যাতন ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্ব দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দেশব্যাপী শিক্ষক নির্যাতন বন্ধসহ সাভারের শিক্ষক উৎপল কুমার হত্যাকান্ডের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কুড়িগ্রাম প্রেস কাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ জেলা শাখা।
পঞ্চগড়ে মানববন্ধন শিক্ষরা। দুপুরে জেলা শহরের শহীদ মিনারের সামনে বাংলাবান্ধা-ঢাকা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার বিচারসহ দেশের সব শিক্ষক নির্যাতনের সুষ্ঠ তদন্তের দাবিতে রাজবাড়ী গোয়ালন্দে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারী ও নড়াইলের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের লাঞ্চনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া যশোর-বেনাপোল মহাসড়কের ঝুঁকিপূর্ণ শতবর্ষী গাছ অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় ১২টি সামাজিক সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন ভূমি অফিস তেয়াশিয়া গ্রামে আগের স্থানে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ।