সাভারের গোলাপ বাগানে ছত্রাকের আক্রমণ
- আপডেট সময় : ১১:৩৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮৫৯ বার পড়া হয়েছে
সামনে পয়লা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস।ফুল বিক্রির এমন ভরা মৌসুমেও দিশেহারা ফুল চাষীরা। অজ্ঞাত ছত্রাকের হানায় নষ্ট হয়ে গেছে গাছ ও ফুল।যা নিয়ে দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে ফুল চাষীদের। উপজেলা কৃষি অফিসার বলছে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে বদলাচ্ছে পরিস্থিতি।
বসন্ত এসে গেছে। বাহারি রঙের সব গোলাপের গন্ধে মাতোয়ারা হয়ে ওঠার কথা সাভারের গোলাপ গ্রাম। ক্রেতা-দর্শনার্থীদের কলরবে রীতিমতো খাওয়া-ঘুম মাথায় ওঠার কথা গোলাপ চাষী আর ব্যবসায়ীদের। কিন্তু এবার সাভারের বিরুলিয়ার সেই গোলাপ গ্রামের চাষীদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। বিস্তীর্ণ বাগানজুড়ে অজ্ঞাত ছত্রাকের আক্রমণে মরে যাচ্ছে গাছসহ ফুল। অধিক লোকসানের শঙ্কায় দুশ্চিন্তায় আছেন ফুল চাষীরা।
এখন পর্যন্ত যেসব বাগান ভালো রয়েছে তার পরিচর্যায় ব্যস্ত বাগানীরা। কীটনাশক ছিটিয়েও মিলছে না সমাধান। ঘন কুয়াশা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর অধিক ঠান্ডা এই ছত্রাকের সংক্রমণের কারণ। এর থেকে বাঁচতে আগে থেকেই ফুল চাষীদের সতর্ক করেছিল উপজেলা কৃষি অফিস। তবে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে বদলাচ্ছে পরিস্থিতি এমনটি’ই জানালেন এই কৃষি কর্মকর্তা। সাভারের বিরুলিয়া ইউনিয়নের ১৪টি গ্রামে ২’শ ৩০ হেক্টর জমিতে বাণিজ্যিক ভিত্তিতে ফুলের চাষ করা হয়েছে।