সামাজিক ন্যায়বিচারকে গুরুত্ব দিতে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
- আপডেট সময় : ০৮:৪২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে কেউ যেনো কারো বিরুদ্ধে, সামাজিক ন্যায়বিচারকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে সে বিষয়ে, আন্তর্জাতিক সম্প্রদায়কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেনেভায় ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট ২০২৩-এর ভাষণে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, একমাত্র সামাজিক ন্যায়বিচারই বিশ্বে স্থায়ী শান্তি ও টেকসই উন্নয়নের ভিত্তি রচনা করতে পারে। তরুণ প্রজন্মকে সামাজিক ন্যায়বিচারের প্রবক্তা হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসারও আহ্বান জানান শেখ হাসিনা।
আন্তর্জাতিক শ্রম সংস্থা ও জাতিসংঘের উদ্যোগে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় হচ্ছে ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট ২০২৩। দুদিন ব্যাপী সম্মেলনের প্রতিপাদ্য সোশ্যাল জাস্টিস ফর অল। অনুষ্ঠানের মূল পর্বে দেয়া বক্তব্যে করোনা এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে নিন্ম আয়ের মানুষের সুরক্ষায় সরকার গৃহীত পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন টেকসই উন্নয়ণের ভিত্তি হলো সামাজিক ন্যায় বিচার।
দরকষাকষির পরিবর্তে এই জোটকে পরামর্শমূলক হবার পরামর্শ দেন তিনি। বলেন, তরুণ প্রজন্মকে তৈরী করতে সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে। আন্তর্জাতিকভাবে কেউ যেন সামাজিক ন্যায্যতাকে ইস্যু হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে জোটের সবাইকে সজাগ থাকার আহ্বান জানান শেখ হাসিনা।
জেনেভায় প্যালেস ডি নেশনসের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মধ্যে বৈঠক হয়। বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, বাংলাদেশের শিগগির ব্রিকসের সদস্যপদ পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।