সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার নারীদের সব সহায়তা দেয়া হবে
- আপডেট সময় : ০১:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ফেসবুক,ইউটিউব, ভাইবার,স্কাইপি-সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ধরনের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড.বেনজীর আহমেদ। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে সাইবার সাপোর্ট ফর উইমেন নামে ফেসবুক পেইজের উদ্বোধনী অনুষ্ঠানে এ সব বলেন তিনি। ভূক্তভোগী নারীদের হয়রানির বিরুদ্ধে আইনী সহায়তা দিতে এই সেবা চালু করা হয়েছে বলেও জানান ড. বেনজীর আহমেদ।
ফেসবুক,ইউটিউব, ভাইবার,স্কাইপিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম নানাভাবে হয়ারানি হচ্ছে নারীরা। এর বিরুদ্ধে ভুক্তভোগী নারীদেরকে আইনী সহায়তা দিতে সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন” নামে ফেসবুক পেইজের উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। এসময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী,শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের কথা তুলে ধরে ভুক্তভোগী নারীদের অভিযোগ গ্রহণ করতে এই পেইজ খোলা হয়েছে বলে জানান ড.বেনজীর আহমেদ।
সাইবারে এ পর্যন্ত দায়ের হওয়া মামলার মধ্যে বেশীর ভাগই নারীদের অভিযোগ রয়েছে বলেও জানান তিনি। তাই ভুক্তভোগী নারীদের আইনী সহায়তা দেয়া হবে। বিজ্ঞানের কল্যাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে কল্যাণ বয়ে আনলেও অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। মুজিব বর্ষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের কথাও জানান ড. বেনজীর আহমেদ।