সামাজিক সুরক্ষার নামে মানুষের সাথে ভাঁওতাবাজি করা হচ্ছেঃ ফখরুল
- আপডেট সময় : ০১:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
করোনাকালে মানুষের জীবন-জীবিকায় স্বাভাবিক গতি ফিরে পেতে ও বেঁচে থাকার নিশ্চয়তা দেয়ার ক্ষেত্রে প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ ব্যর্থ হবে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া মির্জা ফখরুল আরো বলেন, এবারের বাজেটের প্রতিপাদ্য শব্দমালার মাঝেই ভাঁওতাবাজি পরিস্কার।এটি একটি অবাস্তবায়নযোগ্য কাল্পনিক ও কাগুজে বাজেট ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, করোনাকালেও সামাজিক সুরক্ষার নামে মানুষের সাথে ভাঁওতাবাজি করা হচ্ছে। করোনার টিকা প্রদানের জন্য কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি। বড় আকারের বাজেট আর বড় অংকের প্রবৃদ্ধির আলোচনা বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি অর্থমন্ত্রী। এসময় তিনি বলেন, সরকারি ২৩ প্রণোদনা প্যাকেজের মধ্যে কেবলমাত্র অর্থমন্ত্রণালয়ের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলের জন্য বরাদ্দ ৫ হাজা কোটি টাকার বিশেষ তহবিলের পুরোটাই বাস্তবায়িত হয়েছে। অন্যখাতে ঘোষিত প্রণোদনা বিতরণের চিত্র ভিন্ন। অগ্রগতি মাত্র ৬০ শতাংশ।