সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার
- আপডেট সময় : ০৭:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এ অঙ্গীকারের কথা জানান তিনি। এদিকে দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কৃষকলীগ আয়োজিত অনুষ্ঠানে বিএনপিকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিকৃত না করে আসল ইতিহাসকে মেনে নিন।
বুধবার সকালে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকীতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে ধানমন্ডির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জন্মবার্ষকীতে দেশবাসীর কাছে নিজেদের অঙ্গিকারের তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, বঙ্গব্ন্ধু আর বাংলাদেশের জন্ম একই সুত্রে গাঁথা।
শতাব্দীর এই মহানায়কের জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং দুই সিটি করপোরেশনসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক সমাবেশ, আলোচনা সভা ও বিনামূল্যে কৃষকদের সার বিতরণ অনুষ্ঠানে কেক কেটে বঙ্গব্ন্ধুর জন্মদিন উদযাপন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশীদের নয়, তিনি ছিলেন বিশ্বের সকল বাঙালীদের নেতা।
পরে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।