সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিএনপি নেতারা মুখে স্বাধীনতার কথা বললেও তারা স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষকতা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা পন্ড করতে ঢাকা-চট্টগ্রামে যে তান্ডবলীলা চালানো হয়েছে, বিএনপিই তার পৃষ্ঠপোষক। আর নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে যারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করেছে- তারা দুষ্কৃতিকারী জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, এসব সাম্প্রদায়িক অপশক্তিকে কঠোর হস্তে দমন করবে সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
জাতীয় প্রেসক্লাবে, সত্যম রায় চৌধুরী সম্পাদিত ‘বঙ্গবন্ধু ফর ইউ’ বইয়ের মোড়ক উন্মোচনে শনিবার যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নরেন্দ্র মোদীর সফরে যারা দেশের সম্পদ নষ্ট করছে, তাদের ষড়যন্ত্র নিজ দেশের বিরুদ্ধে।
এদিকে সরকারি বাসভবনে নিয়মিত ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান সফল হওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে। এ কারণেই সাম্প্রদায়িক অপশক্তিকে ব্যবহার করে চলছে তান্ডবলীলা।
ক্ষমতার জন্য সময়ে ভারত বিরোধিতা আর সময়ে ভারত প্রীতি, বিএনপির দ্বি-চারিতাকেই স্পষ্ট বলে জানান আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের।