সাম্প্রদায়িক শক্তির সহিংসতা রুখতে না পারার দায় নিতে হবে সরকারকেই: জিএম কাদের
- আপডেট সময় : ০৮:২৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সাম্প্রদায়িক শক্তির সহিংসতা রুখতে না পারার দায় নিতে হবে সরকারকেই। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের। এসব অপশক্তিকে রুখে দেয়ার পাশাপাশি দলের নেতাকর্মীদের- সংখ্যালঘুদের পাশে দাড়ানোরও আহবান জানিয়েছেন তিনি। রোহিঙ্গাদের নিয়েও নতুন করে নানা ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশের আয়োজন করে জাতীয় পার্টির মহানগর দক্ষিণ শাখা। এতে যোগ দেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, দেশের মানুষের ঐক্যবদ্ধতায় একাত্তরে দেশ স্বাধীন হয়েছিলো। মন্দিরে কোরআন শরীফ রাখা এবং এরপরই সহিংসতা চালানো সবকিছু পরিকল্পিত ছিলো বলে মনে করেন তিনি। আর এর দায় সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন জিএম কাদের।
এমন ঘটনায় বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।রোহিঙ্গাদের নিয়েও নানান ষড়যন্ত্র হচ্ছে দাবি করে তিনি বলেন, ধর্মের নামে কোন সন্ত্রাস করতে দেয়া হবে না।
সম্প্রীতি রক্ষায় সংখ্যালঘুদের বিপদে আপদে পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।