সারা দেশে পরীক্ষায় বসছে ২০ লাখের বেশি শিক্ষার্থী
- আপডেট সময় : ০৭:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৯৫৯ বার পড়া হয়েছে
সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। দেশের তিন হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখের বেশি শিক্ষার্থী। প্রশ্ন ফাঁস ঠেকাতে ও শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রে কেন্দ্রে তৎপর প্রশাসন। এবার কেন্দ্র পরিদর্শনে যাননি শিক্ষামন্ত্রী। তবে সংবাদ সম্মেলনে মহিবুর হাসান চৌধুরী নওফেল বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থী মূল্যায়নের বিষয়টি অভিভাবকদের কাছে সহজ করতে আলোচনা চলছে।
শুরু হলো এসএসসি ও সমমানের দাখিল ও ভোকেশনাল পরীক্ষা। দেশের ১১টি বোর্ডের অধীনে এবার ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী, এবার ৩ হাজার ৭০০ কেন্দ্রে এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয়। সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এবার প্রশ্ন ফাঁস ঠেকানো ও পরীক্ষায় শৃঙ্খলা রক্ষায় পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে সকাল সাড়ে ৯টায় নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হয়। পরীক্ষা শুরুর দিন কেন্দ্র পরিদর্শনের রেওজাজ এবার অনুসরণ করেননি শিক্ষামন্ত্রী। তবে পরীক্ষা শুরুর পর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন তিনি। প্রশ্নপত্র ফাঁস রোধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা নিয়ে গুজব ঠেকাতে বড় পরিসরে ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী।
পরীক্ষা চলাকালে সবার প্রতি বিশেষআহ্বান জানান তিনি। পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেজন্য কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান জানান মহিবুল হাসান চৌধুরী নওফেল। তবে সন্তানদের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন অভিবাবকরা। টানা ৩ ঘন্টা বাংলা ১ম পত্র পরীক্ষা শেষে উচ্ছ্বসিত পরীক্ষার্থীরা। প্রশ্নফাঁস রোধে এবারও পরীক্ষা উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি থেকে লিখিত পরীক্ষার শেষ দিন ১২ মার্চ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।