বিএনপিকে খুজে পাওয়া না গেলে সমালোচনা করেন কিভাবে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০২:৩৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদেররে মুখে প্রতিদিন শুধু বিএনপির আলোচনা কেন-এমন প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাদেরের উদ্দশ্যে তিনি আরো বলেন, বিএনপিকে খুজেই পাওয়া না গেলে সমালোচনা করেন কিভাবে ? দেশে তীব্র সংকট তৈরীর পেছনে আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন বিএনপি মহাসচিব। দুপুরে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভার আয়োজন করছে তরিকুল ইসলাম ফাউন্ডেশন। জাতীয় প্রেসক্লাবের এই সভায় অংশ নেন বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা।বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সংকটে বর্ষীয়ান রাজনীতিবিদ তরিকুল ইসলামের মতো নেতার শূন্যতা অনুভব করছে সবাই।
দেশে দু:শাসন ও নৈরাজ্যের জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন তিনি। বলেন, গণতন্ত্রের মোড়কে ক্ষমতায় বসে আছে সরকার।রাজনীতিতে বিএনপির কোন অস্বস্তি নেই—আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংকট নিরসনে আওয়ামী লীগসহ সুবিধাবাদী দলগুলো ছাড়াই আন্দোলন জোরদারের মাধ্যমে এই সরকারকে বিতাড়িত করতে হবে।