সারাদেশে আজ থেকে শুরু হয়েছে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান
- আপডেট সময় : ০৭:২৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সারাদেশে আজ থেকে শুরু হয়েছে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান। ঢাকাসহ বিভিন্ন জেলার বুথে বুথে দেয়া হয়েছে দ্বিতীয় ডোজের টিকা।
চট্টগ্রামে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর টিকা গ্রহণের মাধ্যমে দ্বিতীয় ডোজ প্রয়োগ কার্যক্রম শুরু করেন। সকাল থেকে নগরের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে এ কার্যক্রম শুরু হয়। সবচেয়ে বড় টিকা কেন্দ্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে এক হাজার চার’শ ৩৮ জনকে টিকা নেয়ার জন্য এসএমএস পাঠানো হয়েছে।
গাজীপুরে পাঁচটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমপ্লেক্স ও শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে একযোগে ভ্যাকসিন দেয়া হচ্ছে। দ্বিতীয় ডোজের পাশাপাশি নতুনদের জন্য প্রথম ডোজও চলমান থাকবে বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।
চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান। এসময় তিনি নিজেও দ্বিতীয় ডোজ নেন। ইতিমধ্যে জেলায় প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৭ হাজার নারী-পুরুষ।
খাগড়াছড়িতে দ্বিতীয় পর্যায়ের করোনা টিকা নিয়েছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সিভিল সার্জন নুপুর কান্তি দাশ।
পটুয়াখালীতেও দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়েছে। জেলায় প্রথম ডোজ টিকা নিয়েছেন ২৯ হাজার ৩৪০ জন।
বরিশাল মহানগরী এবং জেলার সব কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন মহানগরীতে আট’শ জনকে দ্বিতীয় ডোজ দেয়ার কথা রয়েছে।
রংপুর বিভাগের টিকাদান কেন্দ্রগুলোতে প্রথম দিনেই বেশ ভিড় করেছে মানুষ। বিভাগের আট জেলায় দ্বিতীয় ডোজ টিকা দেয়ার জন্য পৌঁনে চার লাখ টিকা সরবরাহ করেছে স্বাস্থ্য বিভাগ।
নোয়াখালীতে টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এসময় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ভ্যাকসিন নেন।
সাতক্ষীরায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের টিকা গ্রহণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এসময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সদর হাসপাতালে টিকা গ্রহণ করেন।
নড়াইলে দ্বিতীয় ডোজের টিকা দেয়া শুরু হয়েছে। জেলায় দ্বিতীয় ডোজের জন্য ২৪ হাজার টিকা এসেছে।
এছাড়াও মানিকগঞ্জ, কুমিল্লা, সিলেট, মেহেরপুর, দিনাজপুর ও হবিগঞ্জে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়েছে।