সারাদেশে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
- আপডেট সময় : ০৪:২৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- / ১৮১৮ বার পড়া হয়েছে
শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বন্দর নগরী চট্টগ্রামে পরীর পাহাড়ের শেখ রাসেল চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা।
ময়মনসিংহেও তোপধ্বনির মাধ্যমে নগরীর কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।
সকালে রংপুর নগরীর মর্ডাণ মোড়ের স্বাধীনতা স্মৃতিস্তম্ভ, বঙ্গবন্ধুর ম্যূরাল ও সুরভী উদ্যানে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকতা-কর্মচারীরা।
খুলনা সিটি করপোরেশেনের মেয়র,বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসন,খুলনা মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, আওয়ামী লীগ,বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বরিশালে ডিসি অফিস সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
প্রথম প্রহর থেকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। সর্বপ্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ড শাখার নেতারা।
কুমিল্লা টাউন হল মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান সংরক্ষিত নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা,জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
গাজীপুরে রাজবাড়ি মাঠসংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে গাজীপুরের জেলা প্রশাসন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ , জেলা মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তক অর্পণ করা হয়।
নরসিংদীতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এছাড়াও নাটোর, নওগাঁ, নেত্রকোনা , জামালপুর, নেত্রকোনা, ঝালকাঠি, যশোর, চাদপুর, ফরিদপুর, কুষ্টিয়া, নারায়নগঞ্জ ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ।