সারাদেশে কঠোর বিধি-নিষেধের চলছে পঞ্চম দিন
- আপডেট সময় : ০৫:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সারাদেশে করোনার সংক্রমণ রোধে চলছে কঠোর বিধি-নিষেধের পঞ্চম দিন। মাঠে রয়েছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার তোয়াক্কা না করেই ঘর ছেড়ে প্রতিদিনই বের হচ্ছেন অসংখ্য মানুষ। ফলে চারদিন পর দেশের বেশিরভাগ জায়গায় বিধিনিষেধ পালনে চলে এসেছে ঢিলেঢালা ভাব।
বরিশালে নির্বাহী প্রশাসন ও অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে মাঠে কাজ করছে সেনাবাহিনী। জরুরি পন্যবাহী বাহন, রিক্সা ও প্রাইভেট গাড়ি ছাড়া সব ধরনের গনপরিবহন চলচল বন্ধ রয়েছে। অপ্রয়োজনে ঘর থেকে বের হলে শাস্তির আওতায় আনা হচ্ছে।
রংপুরে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। নগরীতে বসানো হয়েছে ২০টি চেকপোষ্ট। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল অব্যাহত আছে।
ময়মনসিংহে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ওষুধ, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া নগরীতে গণপরিবহণ এবং শপিংমল বন্ধ রয়েছে। প্রত্যেক উপজেলায় ইউএনও ও সহকারী কমিশনার ছাড়াও চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি বিভিন্ন বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
চাঁদপুরে পুলিশ সুপারের উপস্থিতিতে শহরের ওয়ারলেস মোড়ে অভিযান চালানো হয়। এছাড়াও মাঠে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি আনসার ব্যাটালিয়নসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
নোয়াখালীতে দোকান খোলা রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১২২টি মামলা ও ৭৭ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। জেলা প্রশাসক জানান, কর্মহীন হয়ে পড়া মানুষকে খাদ্য সহায়তার দেওয়া হচ্ছে প্রতিটি উপজেলা প্রশাসনের পক্ষে থেকে।
গোপালগঞ্জে কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে। জনসাধারনকে অপ্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে।
বগুড়ায় যান চলাচল বেড়েছে। শহরে মানুষের সংখ্যাও বেড়েছে। তবে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী টহলও দিচ্ছে।
এছাড়াও নড়াইল, পিরোজপুর, নেত্রকোনা, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বেনাপোল, দিনাজপুর, সিরাজগঞ্জ ও ভোলায় কঠোর বিধি-নিষেধের পঞ্চম দিনে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।