সারাদেশে গত ২৪ ঘণ্টায় আড়াই হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত
- আপডেট সময় : ০৭:৪০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সারাদেশে তিন মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আড়াই হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৩৫ জনের। বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত একদিনে ১৫ হাজার ৩৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত নিয়ে দেশে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৬৪ হাজার ৯৩২ জন। আর মৃত্যুর সংখ্যা বেড়ে ছয় হাজার ৬৪৪ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৬ দশমিক শূন্য ৪৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৭ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৮৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ৪ নভেম্বর পর্যন্ত তা ছয় হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়– যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু।