সারাদেশে গাইনীসহ সব চিকিৎসকের চেম্বারে রোগী দেখা ও অস্ত্রোপচার বন্ধ
- আপডেট সময় : ০৫:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
রোগীর স্বজনদের মামলায় ঢাকার সেন্ট্রাল হাসপাতালের দুই জুনিয়র চিকিৎসককে আটকের প্রতিবাদে সারাদেশে প্রাইভেট চেম্বারে সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। এতে ক্ষোভ জানিয়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।
সোম ও মঙ্গলবার সারাদেশে প্রাইভেট হাসপাতালের চেম্বারে এ কার্যক্রম অব্যাহত থাকবে। তবে জরুরি সেবা ও ইনডোরে ভর্তি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। চট্টগ্রামের প্রাইভেট চেম্বার ও বেসরকারী হাসপাতালে সব ধরনের অপারেশন বন্ধ রেখেছে চিকিৎসকরা। এ ঘোষণার সঙ্গে মিল রেখে একই কর্মসূচি দেয় স্ত্রী ও প্রসূতিরোগ চিকিৎসকদের সংগঠন ওজিএসবি
বগুড়া শহর ও বিভিন্ন উপজেলায় ৪ শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা ও পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। সারাদিনে প্রচুর রোগী ফিরে গেছেন। স্থানীয়রা জানিয়েছেন আগামীকালও একই কর্মসূচি চলবে। চিকিৎসকরা ঢাকায় আটক দুই চিকিৎসকের মুক্তির দাবি জানান।
রাজশাহীতে ব্যক্তিগত চেম্বারে সেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। এ ধরনের অমানবিক আচরণ ডাক্তারদের মানায় না বলেও অভিযোগ তাদের। চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার ও প্রাইভেট প্রাকটিস বন্ধ রাখতে সমর্থন জানিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন- বিএমএ।