সারাদেশে চলছে জমজমাট নির্বাচনী প্রচার-প্রচারণা

- আপডেট সময় : ০৮:৫৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ১৭৫১ বার পড়া হয়েছে
সারাদেশে চলছে জমজমাট নির্বাচনী প্রচার-প্রচারণা। ভোটারদের মন যোগাতে ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চাঁনপুর খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক । এ সময় তিনি বলেন গণতান্ত্রিক ধারায় ভোটাধিকারের মাধ্যমে জনগন তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে কোনাবাড়ি থানার বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। সকালে কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনের সামনে নৌকার নির্বাচনী প্রচারণা সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, সব মানুষের আয় বেড়েছে, তার মানে এই নয় যে সবাই দূর্নীতি করেছে।
জামালপুরের ইসলামপুরে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে গণ সংযোগ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ। আওয়ামী লীগ প্রার্থীর নেতাকর্মীরা ক্ষমতা দেখানোর চেষ্টা করলে কোন ছাড় নেই বলে জানিয়েছেন সাতক্ষীরা-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ দিদার বখত। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু সাম্রাজ্যবাদী শক্তিরা এই উন্নয়নের চাকা টেনে ধরতে চায়। সিলেটের ৬টি আসনে দিনে রাতে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। মিছিল, মিটিং, গণসংযোগ ও লিফলেট বিতরণ করে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।
চুয়াডাঙ্গা -১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন এম এ রাজ্জাক খাঁন রাজ। ফ্রিজ প্রতীকে ভোট চাইছেন তিনি। ভোলার চরফ্যাসনে উঠান বৈঠকে যোগদেন ৪ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
গাইবান্ধা-৫ আসনে নৌকা প্রতীক প্রার্থী মাহমুদ হাসান সাঘাটা উপজেলার পদুমশহরের স্কুল বাজার উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী এক পথসভা করেন। মাগুরা-১ আসনে ভোর থেকেই নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে প্রচারণা শুরু করেন সাকিব আল হাসান। নৌকাকে বিজয় এনে দিতে পুরোদমে গণসংযোগ করছেন এই ক্রিকেট তারকা। কুমিল্লার মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়নের মুন্সীর হাট এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন কুমিল্লা-০৯ আসন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এলজিআরডিমন্ত্রী মোঃ তাজুল ইসলাম। ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে নির্বাচনী প্রচার- প্রচারণা চালিয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ডাক্তার মোস্তাফিজুর রহমান আকাশ।
নেত্রকোনা-১ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রয়েছেন সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী। বরিশাল নগরীর আমতলার মোড় থেকে বান্দ রোড এলাকায় নৌকার প্রার্থী পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম প্রচার প্রচারনা চালিয়েছেন। অন্যদিকে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন রিপন এলাকায় উঠান বৈঠক করেন। দুপুরে ঝিনাইদহ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাহ উদ্দিন মিয়াজী নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করছেন।