সারাদেশে চলছে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন
- আপডেট সময় : ০৭:৩৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
সারাদেশে চলছে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন। বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে নিরাপত্তা বাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় জেলায় জেলায় গ্রেফতার ও জরিমানা গুণছেন অনেকে।
ছুটির দিন হওয়ায় চট্টগ্রামে রাস্তায় জনমানুষের উপস্থিতি ছিলো একেবারেই কম। সকাল থেকেই জেলা প্রশাসনের ১২ টি ভ্রাম্যমান আদালতের পাশাপাশি, রেব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সমন্ময়ে ৩৯ টি টিম আলাদা আলাদাভাবে নগরী ও জেলার গুরুত্বপুর্ণ পয়েন্টগুলোতে বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে আছে। বিধিনিষেধের আওতামুক্ত যানবাহন ছাড়া অন্যান্য যানবাহন রাস্তায় বের হলেও সেগুলোকে ফিরিয়ে দিয়েছে প্রশাসন।
বরিশালে সকাল ১০টা থেকে নগরীর বিভিন্ন এলাকায় বিধিনিষেধ বাস্তবায়নে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। নগরীর বিভিন্ন এলাকায় ম্যাজিষ্ট্রেট মুশফিকুর রহমান ও জাভেদ হোসেন চৌধুরী অভিযান পরিচালনা করেন।
বিভাগীয় নগরী রংপুরে লকডাউনের দ্বিতীয় দিনে সড়কগুলো ছিল ফাঁকা। নগরীর প্রধান সড়কগুলোতে পন্যবাহী ট্রাক, রিক্সা, মোটরসাইকেল ছাড়া অন্য কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। মোড়ে-মোড়ে রয়েছে পুলিশী চেকপোস্ট ।
কঠোর বিধিনিষেধ কার্যকর করতে ও মানুষকে সচেতন করতে ভ্রম্যমান আদালত পরিচালনা করেছে সাভার উপজেলা প্রশাসন। এসময় নির্দেশনা উপেক্ষা করে বিনা কারণে ব্যক্তিগত যানবাহনে করে চলাফেরা করায় ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১২টি মামলার মাধ্যমে ২৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। করে ভ্রাম্যমান আদালত।
বিধি নিষেধের দ্বিতীয় দিনে সকাল থেকেই গোপালগঞ্জের রাস্তা প্রায় ফাঁকা। জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় অনেককেই গুণতে হয়েছে জরিমানা।
বিধি নিষেধ বাস্তবায়ন খুলনা মহানগর ও জেলায় ১৬ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। বিধিনিষেধ নিশ্চিত করতে সরকারী নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে মামল ও জরিমানা করা হয়।
প্রশাসনের কঠোর নজরদারীতে চলছে
ময়মনসিংহ নগরী। সকাল থেকেই কিছু অটোরিকশা ছাড়া তেমন কোন যানচলাচল চোখে পড়েনি। নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে বের হওয়া ব্যক্তিগত যানবাহন থামিয়ে জরিমানার পাশাপাশি কারণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এছাড়াও মেহেরপুর, হবিগঞ্জ, নেত্রকোনা, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী, নাটোর, দিনাজপুর সাভার, চুয়াডাঙ্গা, জামালপুর, লালমনিরহাট, পাবনা ও টাঙ্গাইলে কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।