সারাদেশে চলমান অভিযানে বন্ধকৃত হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিকের সংখ্যা পাঁচ শতাধিক
- আপডেট সময় : ০৪:৫৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
অবৈধ ও অনিবন্ধিত প্রতিষ্ঠান বন্ধে দুই দিনে সারাদেশে পাঁচ শতাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্বে গত ২৯ আগস্ট থেকে সারাদেশে চলমান অভিযানে বন্ধকৃত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৪টিতে।
অবৈধভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে ৯ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এর মধ্যে খুলনায় ১৪৯, ঢাকায় ১৪৫, চট্টগ্রামে ৭৬, ময়মনসিংহে ৫৪, রাজশাহীতে ৫৩, রংপুরে ১৯, ঢাকা মহানগরে ১৫ ও বরিশালে ১২ এবং সিলেটে ১টি স্বাস্থ্য প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে জরিমানা আদায়ে শীর্ষে রয়েছে রাজশাহী বিভাগ, এই বিভাগে সর্বোচ্চ ৭ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরপর ঢাকা বিভাগে ১ লাখ, খুলনা বিভাগে ৮০ হাজার ও বরিশাল বিভাগে জরিমানা আদায় করা হয়েছে ২০ হাজার টাকা। তবে, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগসহ ঢাকা মহানগরীতে কোনো জরিমানা আদায় করা হয়নি।