সারাদেশে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে
- আপডেট সময় : ০৫:৩৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- / ১৫৮১ বার পড়া হয়েছে
“করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সারাদেশে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ সময় বক্তারা বীমা করার মাধ্যমে ভবিষ্যতের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশের অর্থনীতির চাকাকে সচল রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আহবান জানান।
জামালপুরে জাতীয় বীমা দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের বকুলতলা থেকে বর্ণাঢ্য রেলি বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বীমা কর্মকর্তা আইরিন পারভীন লিপি, আজিজুল হকসহ আরো অনেকে।
জাতীয় বীমা দিবস উপলক্ষে বরিশালে রেলী, আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়। সকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে রেলী বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসটি উদযাপন করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাইয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনায় রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান। পরে শহরে একটি রেলী বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পাবলিক হলে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভূমি কর্মকর্তা আকলিমা আক্তারসহ আরো অনেকে।
বীমা দিবসে সাতক্ষীরায় রেলী ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের নিউমার্কেট মোড় থেকে একটি বর্ণাঢ্য রেলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জয়পুরহাটে জাতীয় বীমা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং সরকারি-বেসরকারি বীমা কোম্পানির সহযোগিতায় বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালীতে জাতীয় বীমা দিবসে রেলী, উদ্বুদ্ধকরণ সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। পটুয়াখালীর ১১টি বীমা সংস্থার সমন্বয়ে সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য রেলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সগিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য রাখেন বীমা কোম্পানির প্রতিনিধিরা।