সারাদেশে নৌপথ সচল করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:২২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সড়ক নেটওয়ার্ক তৈরির পাশাপাশি সারাদেশে নৌপথ সচল করতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানালেন, অদূর ভবিষ্যতে ১০ হাজার কিলোমিটার নৌপথে পণ্য ও যাত্রী পরিবহনের জন্য প্রস্তুতের পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার নবসৃষ্ট অবকাঠামো এবং জলযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। অবকাঠামো ও জলযানের মধ্যে রয়েছে বিআইডব্লিউটিএ’র ২০টি কাটার সাকশন ড্রেজার, ৮৩টি ড্রেজার সহায়ক জলযান, ১টি প্রশিক্ষণ জাহাজ , বিশেষ পরিদর্শন জাহাজ নবনির্মিত নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ; বিআইডব্লিউটিসির দুইটি উপকূলীয় যাত্রীবাহী জাহাজ ‘এমভি তাজউদ্দীন আহমদ’ ও ‘এমভি আইভি রহমান’। প্রধানমন্ত্রী এসময় আরো বলেন, দেশের নদী এবং সমুদ্রবন্দরগুলো যেন নেপাল ভূটানের মত প্রতিবেশী রাষ্ট্রগুলো ব্যবহার করতে পারে সে পরিকল্পনা নিয়ে কাজ চলছে। নদী দখল ও দূষণ মুক্ত রাখতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান।