সারাদেশে পণ্যবাহী ট্রাক ও যাত্রিবাহী বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন
- আপডেট সময় : ০৩:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের মুল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে পণ্যবাহী ট্রাক ও যাত্রিবাহী বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
চট্টগ্রামে বন্ধ রয়েছে গাড়ি চলাচল। এতে স্থবিরতা নেমেছে চট্টগ্রাম বন্দর ও ১৯ টি অফডকের স্বাভাবিক অপারেশনে। সকাল ৬ টা থেকে কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। তবে গতকাল রাত থেকেই পণ্য পরিবহণে নিয়োজিত ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইমমুভার চলাচল বন্ধ হয়ে যায়।
সিরাজগঞ্জে সকাল থেকেই শহরের পৌর ট্রাক টার্মিনাল ও এম এ মতিন কেন্দ্রীয় বাস ষ্ট্যান্ড থেকে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নেত্রকোনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে করে নেত্রকোনা থেকে দুরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে।
একই প্রতিবাদে সকাল থেকে বগুড়ায় পরিবহন চলাচল বন্ধ রয়েছে। বাস, কোচ, ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাংক লরি, মিনি ট্রাক চলাচল করছে না।
চুয়াডাঙ্গায় সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারনে বাস, ট্রাক, মাইক্রোবাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ।