সারাদেশে পালিত হচ্ছে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী
- আপডেট সময় : ০৬:২৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী।
চট্টগ্রামে নানা কর্মসুচীর মাধ্যমে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালন করছে দলীয় নেতাকর্মীরা। সকালে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাক্তার শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরীর বিপ্লব উদ্যানে জিয়া স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা।
বাগেরহাট শহরের পুরাতন বাজারস্থ দলীয় কার্যালয়ে সকালে উত্তোলন করা হয় জাতীয় ও দলীয় পতাকা। দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়কসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভাশেষে জিয়াউর রহমানের রূহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
জামালপুরে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে শহরের ‘সকাল বাজারে’ রক্তদান কর্মসূচী, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীর আলোচনা সভা ও দোয়ায় অংশ নেন নাটোর জেলা বিএনপির নেতাকর্মীরা। সকালে শহরের আলাইপুর হাফরাস্তা এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তেলন করা হয়।
দিনাজপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে পুলিশের বাধার কারণে কোন কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। সকাল থেকেই বিএনপি’র জেলা অফিসের সামনে অবস্থান নেয় পুলিশ।