সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

- আপডেট সময় : ০১:০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বৃষ্টির বাধা উপেক্ষা করেই যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের অন্যতম এই ধর্মীয় উৎসব উদযাপিত হচ্ছে। সারাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহের আশায় ঈদের জামাত শেষে পশু কোরবানি করছেন।
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণীতে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন। রাষ্ট্রপতি হজ পালনে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, হজরত ইবরাহিম (আ.) মহান আল্লাহর উদ্দেশে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।